👁চোখের সামনে কোন গর্ভবতী কুকুর দেখলে, হাতে সময় থাকলে অবশ্যই একটা রুটি, কেক অথবা বিস্কুট খাইয়ে যাবেন।
শহরজুড়ে নারী কুকুরগুলো এখন গর্ভবতী। সবারই শারীরীক পরিবর্তন শুরু হয়েছে। যার দরুণ হাঁটা চলা ও খাদ্য সংগ্রহে বিশেষ অসুবিধা হচ্ছে ওদের
একটু সময় পেলে পাশে বসে খাইয়ে দিবেন দেখবেন বুকটা জুড়ে কত প্রশান্তি লাগে। কারন প্রতিটা গর্ভবতী মা ই জানে গর্ভকালীন সময় টা কত কষ্টের, হউক সে মানুষ বা প্রাণী🙂